ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

শিক্ষা

মাস্টার্সে ভর্তি: অনলাইনে আবেদন ১৮ মার্চ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
মাস্টার্সে ভর্তি: অনলাইনে আবেদন ১৮ মার্চ শুরু

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৮ মার্চ থেকে শুরু। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

 

সোমবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানানো আরো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৩ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।  

এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ মে থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রসপেকটাস/ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫।  
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।