ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৫৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ

রাজশাহী: সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং রাজুতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি রাবি জোহা চত্বরে এসে শেষ হয়। এখানে সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, নয় মাস আগে আমরা আন্দোলন করেছিলাম দেশের যৌক্তিক সংস্কারের জন্য। কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেলেও, কোনো ধরনের সংস্কার এখনও হয়নি। বিভিন্ন ইস্যুতে আমলারা এখনো আগের মতোই নির্যাতন করে যাচ্ছে। আমি মনে করি, এক আবেদ আলী কখনোই একা প্রশ্ন ফাঁস করতে পারবে না। এর সঙ্গে অবশ্যই ২০০ থেকে ৩০০ জন আমলা জড়িত আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন পর্যন্ত আবেদ আলীর কোনো বিচার হয়নি এবং যারা জড়িত ছিল তাদের সামনে আনা হয়নি। আপনার যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পিএসসি থেকে কেউকে নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কী মেধাবী জন্ম হয় না? আমরা আট দফা দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা পোষণ করছি।

সমাবেশ পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের শিক্ষার্থী আল-শাহরিয়ার শুভ। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ৪৫তম বিসিএসে ভাইভার নম্বর ১০০ করতে হবে, প্রিলিমিনারি লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে, প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে, সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষের লক্ষে ভ্যারিফিকেশনে হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে, ভাইভা উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিত করতে হবে, প্রাইভেট সেক্টরে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষে ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে, বিসিএসসহ সব চাকরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে, বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে, পিএসসির সদস্য পরিবর্তন করতে হবে, প্রশ্ন ফাঁস হওয়া ৪৬তম বিসিএস বাতিল করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫  ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসএস/জেএইচ  

বাংলাদেশ সময়: ৮:৫৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।