ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

আলিম ও কারিগরি বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জুলাই ৯, ২০২৫
আলিম ও কারিগরি বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে দুই বোর্ডের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এতথ্য নিশ্চিত করে বলছেন, আগামীকাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) আগামীকাল (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ।

বন্যার কারণে এর আগে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।