মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষর্ণ বিমান দুর্ঘটনায় হতাহতের পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মঙ্গলবারের (২২ জুলাই) সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত ৩টায় তথ্য মন্ত্রণালয়ের পর পরীক্ষার দিন মঙ্গলবার সকালে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় ২২ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।
২২ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
সোমবার রাত ৩টায় জানা যায় পরীক্ষা স্থগিত। শিক্ষার্থীসহ অন্তত ২০ জনের মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও সোমবার মধ্যরাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হওয়ায় ফুঁসে উঠেন শিক্ষার্থীরা। কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাতেই পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানিয়েছেন। ঢাকার সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে রাত ৩টায় তথ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। প্রায় একই সময় তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান। ততক্ষণে কয়েক লাখ পরীক্ষার্থী উৎকণ্ঠায়। রাত ৩টায় কেন সিদ্ধান্ত জানানো হলো তা নিয়ে নানা সমালোচনা। আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে কেন সিদ্ধান্ত জানানো হলো না তা নিয়েও চরম ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা।
এনআইএইচ/আরবি