ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

শিক্ষা

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, আগস্ট ৩, ২০২৫
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ উদ্বোধন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ উদ্বোধন

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিছুর রহমান বেলুন উড়িয়ে খেলার মাঠের উদ্বোধন করেন।

এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের ভিন্ন ছয়টি টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিছুর রহমান

খেলার মাঠ উদ্বোধনকালে অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল স্কুলের নিজস্ব একটি মাঠ হবে, যেখানে আমাদের শিক্ষার্থীরা নিশ্চিন্তে খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের বিনোদন পাবে। আগেও বলেছিলাম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আমাদের জন্য সবকিছু করছেন এবং করবেন। এখন যে মাঠে খেলছি, এই মাঠ এবং পাশের আরেকটি মাঠ তিনি আমাদের দিয়েছেন। পাশে একটি সুইমিংপুল ও জুডো খেলার জন্য অবকাঠামো আগামী দুই-এক মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এগুলোও শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। পাশেই শ্যুটি ও আর্চারির ব্যবস্থা আছে। এগুলো অত্যন্ত ব্যয়বহুল। যেসব শিক্ষার্থী এগুলো ব্যবহার করতে চায়, আমরা সেই সুযোগ করে দেব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য এমন উন্নত ব্যবস্থা খুবই কম আছে। এগুলো সব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে করে দিচ্ছেন। এ জন্য আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি।



উপস্থিত অভিভাবকদের উদ্দেশে অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, আপনারা উৎসাহ দিচ্ছেন, এই উৎসাহ শিশুদের উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ গঠনে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে অনুপ্রাণিত করবে। আমরা সবাই মিলে আপনাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলব। আমাদের সেই লক্ষ্য অর্জনে এটা একটি পদক্ষেপ মাত্র। শিশুদের সুন্দর আগামী গড়ার জন্য আগামীতে আরও কিছু আছে। অভিভাবকরা সহযোগিতা করলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব।

খেলার মাঠ উদ্বোধন করার পরপরই বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে তিনটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকরা ফুটবল খেলায় অংশ নেন।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।