ঢাকা: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামির (২২) ও সাব্বির (২১) নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে আহতদের ঢামেকে নিয়ে আসা হয়।
আহত জামির ও সাব্বির দুজনই ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী। সংঘর্ষের সময় তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। সংঘর্ষের কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এজেডএস/জেএইচ