ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

শিক্ষা

ডাকসুতে ভিপি পদে লড়বেন ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, আগস্ট ২১, ২০২৫
ডাকসুতে ভিপি পদে লড়বেন ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার  তাহমিনা আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী।

জুলাই গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস গড়ার আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিসহ তাহমিনা আক্তার একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মাজার, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে হামলা, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলা, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিসহ একাধিক বিক্ষোভ সমাবেশে সাহসী ভূমিকা পালন করেন তিনি।

তাহমিনা আক্তার সাংবাদিকদের বলেন, আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, আধুনিক, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়তে চাই আমি।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।