সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাজল হল ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছেন। এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল আশাতীত। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে দুপুরের দিকে প্রচণ্ড রোদে অনেকে অস্থির হয়ে পড়েন। কেউ ছাতা মাথায় লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউবা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন রোদের তাপ থেকে বাঁচতে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুভা বলেন, এটাই আমার জীবনের প্রথম ও শেষ ডাকসু ভোট দেওয়া। তাই আনন্দ নিয়েই লাইনে দাঁড়িয়েছি। গরমে কিছুটা অস্বস্তি লাগলেও তা গুরুত্ব দেইনি। গতকাল রাতেই আমরা কয়েকজন ঠিক করেছিলাম কাকে ভোট দেব। সকালে এসে ভোট দিতে কোনো দেরি হয়নি।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ফয়সাল বলেন, রোদ-বৃষ্টি কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। ডাকসু নির্বাচন হলো যোগ্য প্রতিনিধি নির্বাচনের দিন। আমার মনে হয় ভ্যাপসা গরমের কারণে সকালে ভোটার কিছুটা কম থাকলেও দুপুরের পর তা আরও বাড়বে।
সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের উপস্থিতি থাকলে ভোট শেষ না হওয়া পর্যন্ত চলবে।
নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে নির্বাচনী আড্ডায় মেতে উঠেছেন। কে কত ভোট পেতে পারেন তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। চারদিকে শোনা যাচ্ছে জয়ধ্বনি।
গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। সাংবাদিকরা নির্ধারিত পাস দেখিয়ে প্রবেশ করছেন। চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
ডিএইচবি/আরবি