এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি। খাতা (উত্তরপত্র) দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির শনিবার (১৩ সেপ্টেম্বর) বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে। সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে। আগে ১৫ দিন সময় পেলেও এখন অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত পাচ্ছেন শিক্ষকরা। আশা করছি, অক্টোবরের মাঝামাঝি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন শুরু হয়। ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গতবছর ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ছিল।
সূত্র: ডেইলি ক্যাম্পাস
এএটি