ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, সেপ্টেম্বর ১৭, ২০২৫
দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের তেজগাঁও সাতরাস্তা মোড়ে ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মো. মাশফিক ইসলাম দাবি উত্থাপন করেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ষড়যন্ত্রমূলকভাবে দাবি মানা না হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। প্রয়োজনে সারাদেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে এবং অসহযোগ আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, আজ সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করবে শিক্ষার্থীরা। এর মাধ্যমে অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে বলে জানান তিনি।

এ সময় তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার প্রসঙ্গ টেনে বলেন, মন্ত্রণালয় যে কোটার সংজ্ঞা দিয়েছে, তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা উল্লেখ নেই। কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা এ নিয়ে মিথ্যাচার করছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী অযৌক্তিক তিন দফা দাবির নামে মব সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করছে, এমনকি প্রকাশ্যে আমাদের হত্যার হুমকি দিয়েছে।  

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস’ এবং ‘প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত’ করার প্রতিবাদ জানিয়ে এবং চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি হলো—
১. ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব ধরনের রাষ্ট্রীয় কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।