বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকায় কেন্দ্রিয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ২৬ সেপ্টেম্বর থেকে ঘোষিত আমরণ অনশন নিয়ে প্রাথমিকের প্রায় সব সংগঠনের একাত্মতা পোষণ করে একসঙ্গে পালন করার ঘোষণায় আমরা কৃতজ্ঞ। সব সংগঠন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইন মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের পূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশণ কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিন দফা দাবি:
সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১তম গ্রেডে নির্ধারণ; চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান; প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।
শামছুদ্দীন মাসুদ জানান, এই তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদসহ সকল সংগঠন একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
আলোচনায় অংশ নেওয়া সংগঠনগুলো হলো: সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ছয়টি সংগঠন (সহকারী শিক্ষক ফাউন্ডেশন (শাহিনুর-আমিনুল), সহকারী শিক্ষক সমাজ (শাহিন-ইলিয়াস), সহকারী শিক্ষক সমিতি (মনির-অজিত), সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল), সহকারী শিক্ষক সমাজ (তপন-রাসেল), সহকারী শিক্ষক সমিতি (শামছুদ্দীন-সাবেরা); প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন); প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-ওয়াদুদ); প্রাথমিক শিক্ষক সমিতি (মনির- আনসারি); প্রাথমিক শিক্ষক সমিতি (আসমা-মতিন)।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে প্রাথমিকের সংগঠনগুলো বিগত ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদমিনারে মহাসমাবেশের আয়োজন করেছিল। সেই মহাসমাবেশ থেকে আসছে ২৬ সেপ্টেম্বর থেকে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।
এমআইএইচ/এএটি