ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবিতে ভৌগলিক তথ্য পদ্ধতির প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জানুয়ারি ২৫, ২০১৩
খুবিতে ভৌগলিক তথ্য পদ্ধতির প্রশিক্ষণ শুরু

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনে উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (HEQEP) আওতায় ৩ দিনব্যাপী Geographie Information System (GIS) এর ওপর এক প্রশিক্ষণ শুরু হয়েছে।
 
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।


 
তিনি বলেন, আমরা চাই প্রযু্ক্তিগত জ্ঞানকে বাস্তব জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত করতে। এছাড়া ভৌগলিক বিষয়কে কত অল্প সময়ের মধ্যে আমাদের হাতের মুঠোয় আনতে পারি তা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষতে পারি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এক ডিসিপ্লিনের সঙ্গে অন্য ডিসিপ্লিনের পারস্পরিক যোগাযোগ ও মত বিনিময় সৃষ্টি করে।

তিনি আরও বলেন,  এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুবির সমাজ বিজ্ঞান স্কুলের ডীন শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. নাসিফ আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান ড. মো. জিয়াউল হায়দার। রিসোর্স পার্সন হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগ্রাপ ডিসিপ্লিনের প্রফেসর ড. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. কাজী সাইফুল ইসলাম ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।  

বাংলাদেশ সময় : ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: জান সাহা, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।