ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিতে মানববন্ধনে শিবিরের হামলার প্রতিবাদে র‌্যালি

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, ডিসেম্বর ১৪, ২০১৩
শাবিতে মানববন্ধনে শিবিরের হামলার প্রতিবাদে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা-৭১’ এর নামফলক ভাঙার প্রতিবাদে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের মানবন্ধনে শিবিরের হামলার প্রতিবাদে র‌্যালি ও সমাবেশ করেছে শিক্ষক সমিতি।

শনিবার সকাল ১০টায় প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘চেতনা ৭১’র সামনে সমাবেশে মিলিত হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শামসুল আলম হিরণ।

সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপাচার্য (কোষাধ্যক্ষ) অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. ইউনুস, অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক নিয়াজ আহমেদ, অধ্যাপক আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন স্বাতী, সহযোগী অধ্যাপক নিলয়চন্দ্র সরকার প্রমুখ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, অধ্যাপক নাজিয়া চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম প্রমুখ এবং শিক্ষার্থীদের মধ্য থেকে মোজাহিদুল ইসলাম টিটু।

সমাবেশ থেকে দোষীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে শাস্তিপ্রদান এবং বিশ্ববিদ্যালয় থেকে হামলাকারীদের বহিষ্কারের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।