ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ইউল্যাবে মহান বিজয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ২১, ২০১৩
ইউল্যাবে মহান বিজয় দিবস উদযাপিত

ঢাকা: বিভিন্ন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ৪২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন কর‍া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আকরাম আহমেদ বীর বিক্রম ও ক্যাপ্টেন (অব.) সাহাবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিজয়ের গান পরিবেশন করেন ইউল্যাব সংস্কৃতি সংসদের শিল্পীরা।

এরপর উপাচার্য প্রফেসর ইমরান রহমান তার স্বাগত বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধা এবং ইউল্যাব’র প্রফেসর কায়সার হামিদুল হকের পরিচালনায় মূল আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ক্যাপ্টেন (অব.) আকরাম আহমেদ বীর বিক্রম ও ক্যাপ্টেন (অব.) সাহাবুদ্দিন আহমেদ।

আলোচনায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বিনিময় করেন দুই মুক্তিযোদ্ধা।

সবশেষে ইউল্যাব সংস্কৃতি সংসদের গান পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।