ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

বোর্ডে সেরা বরিশাল জেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ২৯, ২০১৩
বোর্ডে সেরা বরিশাল জেলা

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ৬ জেলার মধ্যে পাসের হারে গত বারের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল জেলা।

এ জেলার ৪৩৪টি স্কুল থেকে ২৯ হাজার ৪৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৪৫ জন।

পাসের হার ৯৭ দশমিক ২৩ ভাগ।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর জানান, জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৯১ জন।

দ্বিতীয় বরগুনা জেলায় পাসের হার ৯৭ দশমিক ১ ভাগ। এ জেলার ১৭৫টি স্কুল থেকে ৯ হাজার ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৮২৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৬৮ জন।
ভোলা জেলায় পাসের ৯৬ দশমিক ৮০ ভাগ। তৃতীয় স্থানে থাকা এ জেলার ২৫৭টি স্কুল থেকে ১২ হাজার ২৬৩জন পরীক্ষায় অংশ নেয়। ভোলা জেলায় পাস করেছে ১১ হাজার ৮৭১জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৫ জন।

চতুর্থ পিরোজপুর জেলায় পাসের হার ৯৬ দশমিক ৫৪ ভাগ। এ জেলার ২৭৫টি স্কুল থেকে ১২ হাজার ৬ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১১ হাজার ৫৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৮৩ জন।

পটুয়াখালী জেলার ২৯১টি স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৬৩২ জন। পাস করেছে ১৪ হাজার ৩৯ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৫ ভাগ। এ জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৬৫ জন।

সর্বশেষ ষষ্ঠ স্থানে রয়েছে ঝালকাঠী জেলা। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৮৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। এ জেলায় থেকে ৮ হাজার ২১৭ জন পরীক্ষায় অংশনিয়ে পাস করেছে ৭ হাজার ৭৯৩ জন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।