ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় পিএসসিতে পাসের হার ৯৯.১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
কুমিল্লায় পিএসসিতে পাসের হার ৯৯.১৫

কুমিল্লা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) কুমিল্লা জেলায় পাসের হার ৯৯ দশমিক ১৫ শতাংশ।

কুমিল্লা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ১৭৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ৪ হাজার ১৮৫ জন এবং ছাত্রী ৪ হাজার ৯৯৩ জন।

এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১০ হাজার ৪১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৮ হাজার ৩৩০ জন এবং ছাত্রী সংখ্যা ৬২ হাজার ৮৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী।

এ ছাড়া জেলার বুড়িচং ও মনোহরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শত ভাগ পাশ করেছে।

অন্যদিকে, জেলার ১৬টি উপজেলার মধ্যে হোমনা উপজেলার সর্বনিম্ন পাশের হার ৯৬ দশমিক ১৮ শতাংশ।

ইবতেদায়ী:
অন্যদিকে, সমমানের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলও একই দিনে প্রকাশ করা হয়েছে। ইবতেদায়ীতে জেলার পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮৮ জন শিক্ষার্থী। তার মধ্যে ছাত্র ২৩৫ জন এবং ছাত্রী ১৫৩ জন।

এ পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৬ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭ হাজার ৩৭৯ জন এবং ছাত্রী সংখ্যা ৯ হাজার ১৩ জন। পাস করেছে ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।

বুড়িচং উপজেলার ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র/ছাত্রীরা ৯৯ দশমিক ৮১ ভাগ পাস করেছে।

অন্যদিকে, জেলার ১৬টি উপজেলার মধ্যে হোমনা উপজেলার ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে সর্বনিম্ন পাশের হার ৯১ দশমিক ২১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।