ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ন্যাশনাল আইডিয়ালের সাফল্যের পেছনে বন্ধুত্বপূর্ণ পরিবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩

ঢাকা: ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুল ২য় স্থান অধিকার করেছে। গত বছরও এ বিদ্যালয়টি জাতীয় মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছিল।



এ বছর ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে ১১৯০ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১৩০ জন।

ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ তাদের এ ধারাবাহিক সাফল্যের পেছনে স্কুলের বন্ধুত্বপূর্ণ পরিবেশই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মোহাম্মদ শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের স্কুলমুখী করার চেষ্টা করেছি। এজন্য আমরা তাদের জন্য স্কুলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছি। এ কারণে স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতো। এটাই আমাদের সাফল্যের মূল রহস্য।

স্কুলের সাফল্যের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসে। তাদের জন্য আমরা আনন্দঘন পরিবেশ নিশ্চিত করেছি। এছাড়া আমাদের শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত। তারা খুবই যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করেন। শিক্ষকদের গাইড করার জন্য দু’জন সহকারী প্রধান শিক্ষক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, এছাড়া স্কুলের পরিচালনা পর্ষদ সবকিছু ঠিকমতো চলছে কিনা তা সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন। আর অভিভাবকরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। সর্বোপরি মহান আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করেছেন।

ভবিষতে জাতীয় মেধাতালিকায় ১ম স্থান অধিকার করা স্কুলের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।