ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

সাফল্যে আনন্দিত প্রেসিডেন্সি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, ডিসেম্বর ৩১, ২০১৩
সাফল্যে আনন্দিত প্রেসিডেন্সি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী

গাজীপুর: প্রাথমিক সমাপনী পরীক্ষায় মহানগরের প্রেসিডেন্সি স্কুলের ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন জিপিএ-৫ পেয়েছেন। এই অভাবনীয় সাফল্যে আনন্দিত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।


 
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথির কবি নজরুল সরণির স্কুল ক্যাম্পাসে চলে আনন্দ আড্ডা।

আনন্দ আড্ডায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় পরস্পর পরস্পরকে মিষ্টি খাইয়ে হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি স্কুলের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম ওয়াজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শামীমা ফেরদৌসী।

স্কুল শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. মোতাহার হোসেন, এমএ করিম, আইয়ুব রানা সুমন, মিসেস সাজিয়া আক্তার, শাহজাহান সিরাজী প্রমুখ। এছাড়া কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও বক্তব্য রাখেন।

এসময় প্রেসিডেন্সি স্কুলের হেড অব অ্যাকাডেমি ডা. বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ আড্ডায় আরও বক্তব্য রাখেন- কবি ডা. সামসুল আলম, জেদ্দা ইনটারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট কাউন্সিলর ও প্রেসিডেন্সি স্কুলের পরিচালক (শিক্ষা) অধ্যাপক মো. ফিরোজ আলম, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মনোয়ার হোসেন রনি, মনির’স ওপেন লার্নিংয়ের পরিচালক মো. মনির হোসেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুরের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন আজাদ, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, গাজীপুরের বিশিষ্ট আবৃত্তিকার কে এইচ শাওন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।