ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৩ তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১২ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
৩৩ তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১২ জানুয়ারি

ঢাকা: ৩৩ তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১২ জানুয়ারি শুরু হচ্ছে। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।



মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

বিস্তারিত সময়সূচি প্রার্থীদের ডাকযোগে পাঠানো পত্র দিয়ে জানানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।