ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না.গঞ্জে বই বিতরণ বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
না.গঞ্জে বই বিতরণ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় বৃহস্পতিবার বই উৎসবে ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৪২ লাখেরও বেশি নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।
 
বুধবার নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে এতথ্য জানা গেছে।



নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৫৯টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ২৩ লক্ষাধিক নতুন বই বিতরণ করা হবে। ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা বেগম বাংলানিউজকে জানান, বই উৎসবে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮ হাজার ৯০০ জন (সম্ভাব্য) শিক্ষার্থীর মধ্যে ১৯ লাখ ১৪ হাজার ৯৯৬টি (সম্ভাব্য) নতুন বই বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, এর মধ্যে সদর উপজেলার ৬৪৫টি স্কুলে ১ লাখ ৬৬ হাজার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ৫৫৮টি, বন্দরে ১৪০টি স্কুলের ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৬ হাজার ৭০০টি, সোনারগাঁও উপজেলার ৩০৬টি স্কুলে ৫৫ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৬১ হাজার ১০০টি, আড়াইহাজার উপজেলার ১৬৫টি স্কুলের ৭২ হাজার ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৩৬ হাজার ৩০০টি, রূপগঞ্জ উপজেলার ৩১৩টি স্কুলের ৭০ হাজার ৭৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ৪৪৮টি বই বিতরণ করা হবে।

আড়াইহাজার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান বাংলানিউজকে জানান, ২৪টি স্কুলে ৩ থেকে সাড়ে ৩ লাখ বই বিতরণ করা হবে।      

সোনারগাঁও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব বাংলানিউজকে জানান, ২৯টি স্কুলে ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৩ লাখ বই বিতরণ করা হবে।

সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান বাংলানিউজকে জানান, সদর উপজেলায় ৫২টি স্কুলের ৭৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৫৯ হাজারটি (সম্ভাব্য) বই বিতরণ করার টার্গেট রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৩০ হাজার তারা হাতে পেয়েছেন।

এছাড়া মাদ্রাসা পর্যায়ে আরও ৭৫ হাজার বই বিতরণের টার্গেট রয়েছে। তারা এ পর্যন্ত হাতে পেয়েছেন ৬০ হাজার বই।

বন্দর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন বাংলানিউজকে জানান, বন্দরে ২০টি স্কুলে ২ লাখ ৩৪ হাজার ও ৮টি মাদ্রাসায় ৩৪ হাজার নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। ইতোমধ্যে তা ওই সব এলাকায় পৌছে গেছে।

রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান আলম বাংলানিউজকে জানান, উপজেলার ৫২টি স্কুলে ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১৪ হাজার বই বিতরণ করা হবে। ইতোমধ্যে ২ লাখ ৯৪ হাজার বই তারা পেয়েছেন। বাকি বই আগামী কয়েক দিনের মধ্যে তাদের কাছে এসে পৌ‍ছাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: মিলিতা বাড়ৈ,নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।