ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেট ল’ কলেজে ছাত্রলীগের নবীণবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, জানুয়ারি ১২, ২০১৪
সিলেট ল’ কলেজে ছাত্রলীগের নবীণবরণ

সিলেট: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ল’ কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীনবরণ অনুষ্ঠান করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

শনিবার সন্ধ্যা ৬টায় কলেজ মিলনায়তনে ছাত্রলীগের পক্ষ থেকে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ল’ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম. মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসান, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, শেখ আলী আশরাফ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, ইলিয়াছ দিনার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।