ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

হাবিবুর রহমানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জানুয়ারি ১২, ২০১৪
হাবিবুর রহমানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক ছবি: অধ্যাপক মো. আনোয়ার হোসেন/ (ফাইল ফটো: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

রোববার দেওয়া এক শোক বার্তায় উপাচার্য মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



উপাচার্য বলেন, বিচারপতি হাবিবুর রহমানের প্রয়াণে দেশের অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। এই শূন্যতা পূরণ হবার নয়। তিনি বাঙালির ইতিহাসের উচ্চতম আশা-আকাঙ্খার প্রতীক ছিলেন। তিনি আইন ও বিচার কাজে জীবনের ভারসাম্যপূর্ণ মানস ও জ্ঞানচর্চার এক সুসমন্বিত রূপ ধারণ করেছিলেন। তিনি ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী ছিলেন।

উপাচার্য আরো বলেন, তিনি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সোচ্চার
ছিলেন। বাংলাদেশের আত্মপরিচয়ের সংগ্রামের অগ্রণী যোদ্ধা ছিলেন ও দেশের সংকট নিরসনে পথ দেখিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।