ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্স্টাসের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জানুয়ারি ১৩, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্স্টাসের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৯৩.৮১।



সোমবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে মোট ১০১টি কলেজের এক লাখ নয় হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন এক লাখ তিন হাজার ৪৬৯ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd অথবা www.nubd.info থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।
 
এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu mf Roll No লিখে 16222 নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে।
 
গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ১০১টি কলেজের ৩০টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।