ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৮ জানুয়ারি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৮ জানুয়ারি

ইবি (কুষ্টিয়া): কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিতকৃত ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন।  

সভার সিদ্ধান্ত মতে,  ১৮ জানুয়ারি এ ও এইচ ইউনিট, ১৯ জানুয়ারি বি ইউনিট, ২০ জানুয়ারি সি ইউনিট, ২১ জানুয়ারি ডি, ই ও এফ ইউনিট এবং ২২ জানুয়ারি জি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়া এ বছর ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে বলেও সিদ্ধান্ত হয়। মেধা তালিকা অনুযায়ী ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। অপেক্ষামান ও বিভিন্ন কোটায় ভর্তি এবং বিভাগ পরিবর্তন ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন, এ বছর দেশের সার্বিক পরিস্থিতির কারণে তিনবার পরীক্ষার তারিখ ঘোষণা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।