ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে চান ফিজার

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জানুয়ারি ১৩, ২০১৪
প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে চান ফিজার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টিমওয়ার্কের মাধ্যমে সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
 
প্রথম কর্মদিবস সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানিয়েছেন।


 
মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দায়িত্ব পেয়ে এখানে এসেছি তা শুদ্ধভাবে পালন করব। কোনো অবহেলা বা কার্পণ্য করব না। এ মন্ত্রণালয়ের যেসব পরিকল্পনা রয়েছে তা সুন্দরভাবে এগিয়ে নেব।
 
সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানান সাবেক এই প্রতিমন্ত্রী।
 
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর -ফুলবাড়ী) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান।
 
বিগত মহাজোট সরকারের প্রথমে সাত মাস পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমার যতটুকু শ্রম দেওয়ার তার সবটুকুই দেওয়ার চেষ্টা করব।
 
মন্ত্রণালয় থেকে কাজ বুঝে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত এবং পরিকল্পনা তৈরি করে কাজ চালিয়ে যাব বলে জানান দিনাজপুরের আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।