ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১ ফেব্রুয়ারি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
ইবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১ ফেব্রুয়ারি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।

এবছর মেধা তালিকা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে সাক্ষাৎকার শুরু হবে।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে।

এছাড়া ১ মার্চ থেকে সব বিভাগের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে।
 
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা জানান, ১ ফেব্রুয়ারি শনিবার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে প্রত্যেক ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ চলবে।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ধর্মতত্ত্ব অনুষদভুক্ত A, কলা অনুষদভুক্ত B, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত C, ব্যবসায় অনুষদভুক্ত G, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত H ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১ ফেব্রুয়ারি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত E ইউনিট এবং ২ ফেব্রুয়ারি একই অনুষদভুক্ত D ও F ইউনিটের মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এর মধ্যে E ইউনিটের সাক্ষাৎকার সকাল ৯টায় গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় প্রত্যেক শিক্ষার্থীকে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র, মূল সনদ, রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সঙ্গে আনতে হবে।
 
বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। ১১  থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করতে পারবে।

এছাড়া, মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুসারে ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশি¬ষ্ট বিভাগীয় সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম ২৬ ফেব্রুয়ারির মধ্যে একাডেমিক শাখায় জমা দিয়ে ২৭ ফেব্রুয়ারি ভর্তি হতে হবে।

বিশেষ কোটায় ভর্তি ১৭ হতে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এক্ষেত্রে, ২৬ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কোটার সদস্য সচিবের কাছে জমা দিতে হবে।

আগামী ১ মার্চ থেকে সব বিভাগে ক্লাস শুরু হবে। এছাড়া, ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
 
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে জানান, নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।