ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
রাবিতে সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু হতে যাচ্ছে।

জানুয়ারি ২০১৪ সেমিস্টার থেকে এ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনকারীদের আগামী ২৩
জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে এবং জমা দিতে হবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ যেকোনো ডিসিপ্লিনে ন্যূনতম স্নাতক (সম্মান অথবা
পাস) ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

‍বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের অফিস থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে। কোর্স ফি মোট এক লাখ টাকা। যা চার কিস্তিতে প্রদান করতে হবে। এই কোর্সে আসন সংখ্যা ৫০টি।

ভর্তি এবং কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিভাগের মোবাইল ফোন ০৭২১-৭৬১১১৩৬, ০১৭১২১৪০৭৭২, ০১৭১৮৫৪০৮৪১ এবং ০১৭২৭৩১৮০২৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।