ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ জানুয়ারি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
জাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হবে।

রোববার নির্বাচন কমিশনার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ জানুয়ারি।

ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের নিকট লিখিত আপত্তি প্রদান করা যাবে ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ জানুয়ারি, নির্ধারিত ফরমে নির্বাচন কমিশনের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।

২২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২২ জানুয়ারি বিকেল ৩টায় বৈধ প্রার্থীতা তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি দুপুর ১২টায় এবং ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. আকতার মাহমুদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম ও সহকারী অধ্যাপক আদিল মুহাম্মাদ খান।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।