ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষক প্যানেল বিজয়ী

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জানুয়ারি ২৮, ২০১৪
বাকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষক প্যানেল বিজয়ী

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম জয়লাভ করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে (ভোটকেন্দ্র) ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. মো. ফজলুল আউয়াল মোল্লাহ।



নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ১১টি পদের মধ্যে ৮টিতে জয়লাভ করে। বাকি ৩টি পদে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দল জয়লাভ করে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতা ড. লুৎফুল হাসান এবং ড.মো. আবু হাদী নূর আলী খান।

এছাড়া সহ-সভাপতি পদে সমান ভোট পান ‍ড.মো. আকতারুজ্জামান ও ড.মো. আখতার হোসেন চৌধুরী। পরে লটারির মাধ্যমে জয়লাভ করেন সোনালী দলের ড. মো. আকতারুজ্জামান।

গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে আরও নির্বাচন হন, কোষাধ্যক্ষ পদে ড.মো. আবদুল আলীম, যুগ্ম-সম্পাদক পদে ড. মো. আজহারুল ইসলাম এবং সদস্য পদে ড. মো. ছোলায়মান আলী ফকির, ড. মোহাম্মদ আল মামুন, ড. মো. গোলাম ফারুক ও ড. মো. সাদিকুল ইসলাম।

সোনালী দল থেকে সদস্য পদে নির্বাচিত হন ড. শাহরোজ মাহেন হক এবং ড. মো. খায়রুল হাসান ভূঞা।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।