ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষার্থী হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
রাবিতে শিক্ষার্থী হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি: বর্ধিত ফি প্রত্যাহর ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার দুপুর একটায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নেতারা হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি জবি প্রশাসনকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, কোনো প্রকারের উন্নযন ফি বাড়ানো হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো এখাকার শিক্ষার্থীরাও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলম সজিব বলেন, ইউজিসির কৌশলপত্রের বাস্তবায়ন স্বরূপ আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোকে বাণিজ্যিকীকরণ করার অপচেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাড়ানো হচ্ছে বিভিন্ন ফি। নাইট কোর্সের নামে শিক্ষার্থীরা পরিণত হচ্ছে ক্রেতায় আর শিক্ষকরা পরিণত হচ্ছে বিক্রেতায়। শিক্ষার এমন বাণিজ্যিকরণ ছাত্রসমাজ যেকোনো মূল্যে প্রতিহত করবে।

ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেরাব আজাদ বলেন, জনগণের মৌলিক অধিকার শিক্ষার বাণিজ্যিকরণের কোনো কৌশল বাস্তবায়ন করতে দেওয়া হবে না। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার। অধিকার বাস্তবায়নে ছাত্রসমাজ প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।