ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সামিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
ইবি শিক্ষক সামিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী ছবি: অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী ও অধ্যাপক ড. হারুন-উর রশিদ

ইবি: দীর্ঘ ২২ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্ব‍াহী পরিষদ-২০১৪ এর নির্বাচনে আ’লীগ সমর্থিত শিক্ষকরা প্রায় পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন।    

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে  ভোটগ্রহণ।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মিজানুর রহমান পেয়েছেন ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. ইকবাল হোসাইন পেয়েছেন ১৪৫ ভোট।

এছাড়া, সহ সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. সাইদুর রহামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহামান বিজয়ী হয়েছেন।

সদস্য পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, অধ্যাপক ড.  মনিরুজ্জামান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ড. এইচএম আকতারুল ইসলাম, ড. মাহবুবুল আরফীন, মিজানুর রহমান, তারেক হাসান আল মামুন।

এছাড়া, বিএনপি-জামায়াত প্যানেল থেকে দু’জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ড. জাহিদুল ইসলাম ও ফখরুল ইসলাম।    

নির্বাচনে ৩৫৫ ভোটারের মধ্যে ৩২৩ ভোট কাস্ট হয়েছে। দু’টি ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর আগে ১৯৯২ সালে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়লাভ করেছিলো।

নব নির্বাচিত শিক্ষক সমিতিকে অভিনন্দন জানিয়েছেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

এছাড়া, ইবির শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ইবি প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নব নির্বাচিত শিক্ষক সমিতিকে অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪; আপডেটেড ২১৫০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।