ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনটিআরসি’র সিলেবাসে নতুন ৬ বিষয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি শিক্ষার নতুন ছয়টি বিষয়ের সিলেবাস অনুমোদন দেওয়া হয়েছে।   একই সঙ্গে ১৫টি বিষয়ের সিলেবাস হালনাগাদ করা হয়েছে।



আগামী মে মাসে অনুষ্ঠিতব্য দশম এনটিআরসিএ পরীক্ষায় প্রণয়ন করা নতুন সিলেবাসে পরীক্ষা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন যুক্ত হওয়া ছয়টি বিষয় হলো- সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড, লাইফ স্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং, পেসেন্ট কেয়ার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড।

হালনাগাদ করা ১৫ বিষয় হলো- অ্যাগ্রোবেসড ফুড, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, বিল্ডিং মেইনটেন্যান্স/সিভিল কন্সট্রাকশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ড্রেস মেকিং এবং ফার্ম মেশিনারি।

এছাড়া ফিস কালচার অ্যান্ড ব্রিডিং/শ্রিম্প  কালচার অ্যান্ড ব্রিডিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, জেনারেল মেকানিক্স, পোল্টি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন এবং ফ্লাওয়ার এবং ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন রয়েছে।

সভায় এনটিআরসির চেয়ারম্যান আশীষ কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।