ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি উপাচার্যের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
রাবি উপাচার্যের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি প্রসাদ শ্রেষ্ঠ রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।



এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, প্রকৌশল ও  চিকিৎসা বিজ্ঞানে নেপালি শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণা এবং নেপালের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিংক প্রোগ্রাম চালুর জন্য আগ্রহের কথা জানান।

উপাচার্য বিষয়টিকে স্বাগত জানিয়ে গুরুত্ব দিয়ে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সেখানে নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি ও রাষ্ট্রদূত পত্নীসহ অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া, রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ
দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরাও উপাচার্য ও রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন ও সেখানে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।