ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০-৩১ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০-৩১ মে

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হবে।

বুধবার এনটিআরসিএ’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়,পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ’র মাধ্যমে পরীক্ষা দিয়ে নিবন্ধন করতে হয়।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এনটিআরসিএ’র ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd) পাওয়া যাবে।

এদিকে গত ১০ ফেব্রুয়ারি এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি শিক্ষার নতুন ছয়টি বিষয়ের সিলেবাস অনুমোদন করা হয়েছে। এছাড়া ১৫টি বিষয়ের সিলেবাস হালনাগাদ করা হয়েছে।

নতুন ছয়টি বিষয় হলো- সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড, লাইফস্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং, পেশেন্ট কেয়ার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড।

হালনাগাদ করা ১৫ বিষয় হলো- অ্যাগ্রোবেসড ফুড, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, বিল্ডিং মেইনটেন্যান্স/সিভিল কন্সট্রাকশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ড্রেস মেকিং এবং ফার্ম মেশিনারি।

এছাড়া রয়েছে ফিস কালচার অ্যান্ড ব্রিডিং/শ্রিম্প  কালচার অ্যান্ড ব্রিডিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, জেনারেল মেকানিক্স, পোল্টি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন এবং ফ্লাওয়ার এবং ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।