ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবসে শোভাযাত্রা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবসে শোভাযাত্রা

শাবিপ্রবি: বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দেয় শাবিপ্রবি।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে একটি শোভাযাত্রা উপাচার্য ভবনের সামনে থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে হ্যান্ডবল গ্রাউন্ডে এসে শেষ করে।

পরে শান্তির বাহন দু'টি পায়রা উড়ানো হয়। এরপর কেক কাটেন উপাচার্য আমিনুল হক ভূইঁয়া।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেছে মিউজিক্যাল ক্লাব রিম।

১৯৯১ সালের এ দিনে রসায়ন, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান বিভাগ নিয়ে যাত্রা শুরু করে সিলেটের এ বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এখানে ২৫টি বিভাগে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।