ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

শিক্ষা

হল দাবিতে জবিতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
হল দাবিতে জবিতে বিক্ষোভ

ঢাকা: বে-দখল হল উদ্ধার দাবিতে ও আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ
করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে হলের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।


তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জবি ছাত্রলীগ।

এসময় শিক্ষার্থীরা হলের দাবিতে বিভিন্ন স্লোগান  সংবলিত  প্লে-কার্ড বহন করে।

বিশ্ববিদ্যালয়ে  বিক্ষোভ শেষে হলের দাবিতে পুরনো ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করবে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।