ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
শাবিপ্রবিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক একমাত্র সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ সংগঠনের সদস্য এবং উপদেষ্টাদের উপস্থিতিতে কেক কাটা হয়।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাবিরুল ইসলামের মোটিবেশনা স্পিসের আয়োজন,বিসিএস বিষয়ক কর্মশালা, জিআরই-জিমেট বিষয়ক কর্মশালার আয়োজন করে।

এসময় ক্যারিয়ার ক্লাবের পরিসর এবং ক্রমাগত এগিয়ে যাওয়ায় কাজ করতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা,  সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, সংগঠনের মডারেটর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ আলম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফম জাকারিয়া ও  শাবি প্রেসক্লাবের সভাপতি গাজী
সাদেক।


বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।