ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শ পৌঁছে দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শ পৌঁছে দিন

ঢাকা: নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ও আদর্শ পৌঁছে দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

 

শনিবার মিরপুরের শহীদ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি একথা বলেন।

 

তিনি বলেন, সময় হয়েছে নতুন করে চিন্তা করার, জাতির নীতিনির্ধারকদের গড়ে তোলার। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি তাদের উচিৎ আগামী প্রজন্মের নীতিনির্ধারকদের অর্থাৎ ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের আদর্শে শিক্ষাদান করা।

 

এ সময় তিনি গত কয়েক মাসে বিভিন্ন নাশকতার সময়ে নিহত পুলিশ অফিসারদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

পুলিশের অতিরিক্ত আইজি শহিদুল হক ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।