খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) ‘ন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় বিজ্ঞান ভবনের সভাকক্ষে দিনব্যাপী কনফারেন্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এসময় তিনি বলেন, বিজ্ঞানের যে সুফল আমরা পাচ্ছি সেক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের ভূমিকা সবচেয়ে বেশী। অন্যান্য বিষয়ের ন্যায় পদার্থ বিজ্ঞানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট একটা বৃহত্তর বিষয়, এজন্য বিজ্ঞানীদের আরো সতর্ক এবং যত্নবান হতে হবে। তরুণ গবেষকদের শর্টকাট পদ্ধতি বেছে না নিয়ে বিষয়ের ভিতরে গিয়ে কাজ করতে হবে।
পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির (বিপিএস)জেনারেল সেক্রেটারি ড. দিলীপ কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুব আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জলী সুলতানা।
বক্তাগণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের উন্নয়ন ও ব্যবহারের ওপর গুরুত্ব দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপন করেন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।
দিনব্যাপী সম্মেলনে ৬টি সেশনে মোট ৫৫টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা ফেব্রুয়ারি ১৫, ২০১৪