ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশ এখনো নিরক্ষরমুক্ত হতে পারেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
দেশ এখনো নিরক্ষরমুক্ত হতে পারেনি

মুন্সীগঞ্জ: বর্তমান বাস্তবতায় দেশ এখনও দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত ও নিরক্ষরমুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  

 

শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক ফাউন্ডেশন মুন্সীগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসক সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত ও দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এটিই ডিজিটাল বাংলাদেশ, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।  

 

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন গতানুগতিক ধারায় সম্ভব নয়। সবার চিন্তা ও চেতনায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তাই নতুন প্রজন্মকে নতুন শক্তি ভেবে তাদের শিক্ষায় আলোকিত করে তুলতে হবে।  

 

তিনি বলেন, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছিল শুধু আলাদা রাষ্ট্র গঠনের জন্য নয়। একটি স্বপ্ন ছিল। লক্ষ্য, আদর্শ ও চেতনা ছিল, যা এখনো বাস্তবায়ন করতে পারিনি। স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সেটাকে বাধাগ্রস্ত করতে চ‍াইছে।  

 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড্যাভোকেট মৃনাল কান্তি দাস, মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এন ডি সি।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, জেলা শিক্ষা অফিসার সামসুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ।  

 

পরে ৬ জন রত্নাগর্ভা মা, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকসহসহ ৩৩ জনকে সম্মাননা প্রদান করেন শিক্ষামন্ত্রী।

 

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।