ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোরে ১১৮ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ওয়ান ব্যাংক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
যশোরে ১১৮ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ওয়ান ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ১১৮ জন এইচএসসি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি দেওয়া হয়।



অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সভাপতি সাঈদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, পরিচালক এম জহুরুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান, এভিপি ও যশোর শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ আবদুল মান্নাফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।