ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিরা জয়ী

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিরা জয়ী

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনিবাহী পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তারা জয়ী হয়েছেন।

১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদে একটি সদস্য বাদে বাকি ১৪টি পদেই জয়ী বিএনপি-জামায়াতপন্থিরা।



শনিবার প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ রাত সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

এতে ২১১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন (বিএনপি-জামায়াত) প্যানেলের মো. পারভেজ মিয়া।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থি প্যানেলের হারুন-অর- রশিদ (হারুন) পেয়েছেন ১০১ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামায়াতপন্থি প্যানেলের মো. রুহুল আমিন বাবু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্য সদস্যারা হলেন, সহ-সভাপতি পদে মো. গোলাম মাহফুজ মঞ্জু, সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সলিম উল্লাহ, কোষাধ্যক্ষ মো. লুৎফর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সালাউদ্দীন, সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক কবির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, নির্বাহী সদস্য পদে পারভেজ হাসান, সফিকুল ইসলাম, ইসরাফুল হক, মকলেছুর রহমান, সাহেদ আলী।

এদিকে আওয়ামীপন্থি প্যানেল থেকে একটি সদস্য পদে শাখা কর্মকর্তা মো. শাহানুর আলম কেরামত নির্বাচিত হয়েছেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আব্দুল লতিফ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ৩৩৪জন ভোটারের মধ্যে ৩২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।