সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ৬৮৯ শিক্ষার্থী ২০১৩ সালের প্রাথমিক বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ২৯১ জন ট্যালেন্টপুলে, ৩৯৪ জন সাধারণ গ্রেডে ও চারজন সম্পূরক বৃত্তি পেয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সর্বোচ্চ ১৫৫ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সাতক্ষীরা জেলার শীর্ষে রয়েছে সদর উপজেলা ও ৩৯ শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার মধ্যে শেষে অবস্থান করছে দেবহাটা উপজেলা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলা থেকে ৬১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৯৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে, শ্যামনগর উপজেলায় ৫০ জন ট্যালেন্টপুলে ও ৫০ জন সাধারণ গ্রেডে, দেবহাটা উপজেলায় ১৭ জন ট্যালেন্টপুলে ও ২২ জন সাধারণ গ্রেডে, তালা উপজেলায় ৪৪ জন ট্যালেন্টপুলে ও ৫০ জন সাধারণ গ্রেডে, কালিগঞ্জ উপজেলায় ৪৩ জন ট্যালেন্টপুলে ও ৫০ জন সাধারণ গ্রেডে, কলারোয়া উপজেলায় ৩৪ জন ট্যালেন্টপুলে, ৮২ জন সাধারণ গ্রেডে ও চারজন সম্পূরক এবং আশাশুনি উপজেলায় ৪২ জন ট্যালেন্টপুলে ও ৪৬ জন সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি পেয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪