ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে বিতর্ক প্রতিযোগিতা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
জবিতে বিতর্ক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: ‘বিতর্কে শাণিত চৈতন্য’ এ স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন দিনব্যাপী ১০ম আন্তঃবিভাগ বিতর্ক অনুষ্ঠিত হল।

ডিবেটিং সোসাইটি আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,বিতর্ক হচ্ছে- মুক্ত বুদ্ধির চিন্তা। এর এ চিন্তার মাধ্যমে শিক্ষার্থীর‍া জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এ আমার কামনা।

বক্তব্যের পরেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং উপাচার্য ড. মীজানুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।