জবি: ‘বিতর্কে শাণিত চৈতন্য’ এ স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন দিনব্যাপী ১০ম আন্তঃবিভাগ বিতর্ক অনুষ্ঠিত হল।
ডিবেটিং সোসাইটি আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,বিতর্ক হচ্ছে- মুক্ত বুদ্ধির চিন্তা। এর এ চিন্তার মাধ্যমে শিক্ষার্থীরা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এ আমার কামনা।
বক্তব্যের পরেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং উপাচার্য ড. মীজানুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪