ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে টেলশেব’র কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
শাবিতে টেলশেব’র কার্যক্রম শুরু

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শুরু হয়েছে ট্রান্সফরমিং ইংলিশ ল্যাংগুয়েজ স্কিলস ইন দ্যা হাইয়ার এডুকেশন সেক্টর ইন বাংলাদেশ (টেলশেব) শীর্ষক কার্যক্রম।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ই’ এর ৪১৮ নং কক্ষে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি ও ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারল ম্যাকডায়েল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্র. মো. হামিদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার ড. শামসুল হক, ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিভাগের প্রধান মির্জা মো. শাহ জামাল, প্রকল্পের বিশেষ প্রশিক্ষক ও ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহেদ আহমেদ এবং ড. হিমাদ্রী শেখর রায়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ও যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি ও ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পাইলট প্রকল্পের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।

ইংরেজি ভাষাকে প্রযুক্তিভিত্তিক ও যুগোপযোগীভাবে পাঠদানের উদ্দেশ্যকে সামনে রেখে শাবিতে চার মাস মেয়াদি এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে তিনটি ব্যাচ বিভিন্ন বিভাগের ৯০ জন শিক্ষার্থী ও একটি ব্যাচে ২০ জন নবীন প্রভাষক নিয়ে গঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।