ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
রাবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে ১৫টি পদে শিক্ষকদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষকরা হলুদ প্যানেল থেকে সভাপতি পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান মজুমদার, সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের শিক্ষক মর্ত্তূজা খালেদ, সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রণব কুমার পাণ্ডে, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের শিক্ষক হাবিবুর রহমান ও যুগ্ম-সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মশিহুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, সাদা প্যানেল থেকে সভাপতি পদে জাতীয়াবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আফরাউজ্জামান খান চৌধুরী, সহ-সভাপতি পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ইউনুস আহমদ খান, সাধারণ সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক মোহাম্মদ আমীরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুল মাজেদ চৌধুরী ও যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক হারুন-অর-রশীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া দুই প্যানেল থেকেই কার্যকরী সদস্য পদে ১০ জন করে প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।