ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়তে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়তে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দক্ষ জনশক্তি গতে তুলতে হবে।

শনিবার সিলেটে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও ব্যবসায়ী ফখরদ্দিন আলী আহমদের সৌজন্যে শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক একচেঞ্জের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক সালাউদ্দিন আলী আহমদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় ৩১ পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়:২২৩৪ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।