ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বাংলাদেশের বৈচিত্রতা বিষয়ক সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
শাবিপ্রবিতে বাংলাদেশের বৈচিত্রতা বিষয়ক সেমিনার

শাবিপ্রবি(সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে একুশ শতকে বাংলাদেশের বৈচিত্রতা এবং অগ্রগতি বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়।

বিকেল সাড়ে তিনটায় শেষ হওয়া সেমিনারে ছয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।

এতে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক লায়লা আশরাফুন, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক, সহযোগী অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসাইন তাদের স্ব স্ব গবেষণাপত্র উপস্থাপন করেন।

তিনটি পর্বে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, দ্বিতীয় পর্বে সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলশী কুমার দাস, অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইয়েদ হাসানুজ্জামান শ্যামল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

এরপর সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন বাংলানিউজকে  জানান, শিক্ষকদের গবেষণাগুলো যখন শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা যাবে, তখন শিক্ষাগত দিক দিয়ে বিভাগের শিক্ষার্থীরা অনেক সমৃদ্ধ জ্ঞানের সন্ধানে ছুটতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।