ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোমস্তাপুরে ৫ ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
গোমস্তাপুরে ৫ ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউসুফ আলী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পাঁচ ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে কারাদণ্ড দেন।



রোববার বিকেলে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তাদের আটক করে। ভুয়া পরীক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান, নাজমুল হাসান, আল আমিন, মো. আল আমিন ও আব্দুল আওয়াল।
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও কলেজের অধ্যক্ষ মোহসিন আলী বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ডিগ্রির ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে ছাত্র-ছাত্রীদের উত্তরপত্রে স্বাক্ষর করা হচ্ছিলো।

এসময় পাঁচ পরীক্ষার্থীর প্রবেশপত্রে ছবি পরির্বতন ধরা পড়ে। এতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।

খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে। আটক ভুয়া পরীক্ষার্থীদের বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার ইয়াসীর আরেফিনের কার্যালয়ে হাজির করা হলে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইয়াসীর আরেফিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।