ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির হল উদ্ধারে ১৬ মার্চ শহীদ মিনারে মহাসমাবেশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
জবির হল উদ্ধারে ১৬ মার্চ শহীদ মিনারে মহাসমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): দখল হওয়া হল উদ্ধারের দাবিতে ১৬ মার্চ রোববার ফের ছাত্র-শিক্ষক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখল হয়ে যাওয়া হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, হল উদ্ধারে ১৬ মার্চ রোববার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে মহা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার মালিটোলার মোঘলটুলীতে বজলুর রহমান হল অভিমুখে মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার পর পুলিশ তাদের মিছিলে বাঁধা দেয়। পুলিশি বাঁধায় আন্দোলনকারীরা সেখান থেকে ফিরে ক্যাম্পাসের গেটে তারা সমাবেশ করেন।

এদিকে বজলুর রহমান হলে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের লাগানো ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় জনতা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪
**হলের ব্যানারে এলাকাবাসীর আগুন, ছাত্রদের ধাওয়া
**হল উদ্ধারের মিছিল আটকে দিল পুলিশ
**জবির হল উদ্ধার নিয়ে উত্তেজনা, প্রতিহত করতে এলাকাবাসীর সমাবেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।